এইমাত্র পাওয়া

এন্ট্রি লেভেলে শিক্ষক পদে নিয়োগের দাবিতে এনটিআরসিএ অফিস ঘেরাও

ঢাকাঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষক পদে নিয়োগের দাবিতে রাজধানীতে এনটিআরসিএ অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ও সনদধারীদের একাংশ। এসময় তারা যোগ্য নিবন্ধিতদের ডেটাবেস পৃথক করে নিয়োগের দাবিও জানান।

রোববার (২২ ডিসেম্বর) সকাল থেকে এনটিআরসিএ নিবন্ধিত (১-১২তম) নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের ব্যানারে তারা এ শাটডাউন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। এসময় তারা যোগ্য নিবন্ধিতদের ডেটাবেজ পৃথক করে নিয়োগের দাবি জানান।

মানবন্ধনে চাকরি প্রার্থীরা অভিযোগ করেন, এনটিআরসিএতে কর্মরত কয়েকজন চেয়ারম্যান ও সচিবদের অদক্ষতা, উদাসীনতা ও দুর্নীতির মনোভাবের কারণে নানাভাবে বঞ্চিত হয়েছেন হাজার হাজার নিবন্ধনধারী। চেয়ারম্যান ও সচিব পদে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগের দাবি জানান তারা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.