ময়মনসিংহঃ গত ২৮ মার্চ সড়ক দুর্ঘটনায় নিহত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী সালমান আজাদীর পরিবারকে অর্থ সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সালমানের পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে এ অর্থ হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা ও সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম এবং পরিবহন প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী। সালমান আজাদীর পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার মা, স্ত্রী ও সন্তান।
উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘একজন শিক্ষার্থীর পাশে এভাবে দাঁড়ানো অবশ্যই প্রশংসনীয় কাজ। এমন মানবিক কাজে সবাই এগিয়ে আসবে আশা করি। আমাদের জায়গা থেকে আরও কোনভাবে সহযোগিতা করার চেষ্টা অব্যাহত থাকবে।’
জানা যায়, সড়ক দুর্ঘটনার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান আজাদীর মৃত্যুর পর পরই সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমীর উদ্যোগে ও শিক্ষার্থীদের সহায়তায় গঠন করা হয় সালমান আজাদী ট্রাস্ট ফান্ড। এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও নানান সংগঠন থেকে অর্থ সংগ্রহ করে ৫ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষকদের এক মাসের বেতন থেকে ন্যূনতম ৫০০ টাকা বা এর বেশি অর্থ সালমান আজাদীর পরিবারকে দেওয়ার ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ১৭ ডিসেম্বর অর্থ হস্তান্তর সম্পন্ন করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.