এইমাত্র পাওয়া

বিশ্বের শীর্ষ ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক।। প্রখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচার তার ২০২৪-এর সেরা দশ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে। জ্ঞান-বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদান রাখায় তাদের বেছে নেওয়া হয়। এই তালিকায় জায়গা পেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতির রূপকার’ হিসেবে অভিহিত করেছে ব্রিটিশ সাময়িকীটি। এ ছাড়া তাকে নিয়ে ‘বিদ্রোহী অর্থনীতিবিদ, যিনি বাংলাদেশের অসম্ভাব্য নেতা হয়ে উঠেছেন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে নেচার।

ওই প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ বিক্ষোভের পর আগস্টে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ছাত্রনেতারা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে দেশের নেতৃত্ব নেওয়ার আমন্ত্রণ জানান।

মুহাম্মদ ইউনূসের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন।

ছয় দশকের ক্যারিয়ারে তিনি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে নতুন ধারণার জন্য নিজেকে পরিচিত করেছেন। যারা ড. ইউনূসকে চেনেন তারা বলেন, গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া এবং সমস্যা সমাধানে মূল বিষয়গুলো গভীরভাবে বোঝার দক্ষতাই তার কাজের মূল ভিত্তি।

শিক্ষাবার্তা /এ/১১/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.