এইমাত্র পাওয়া

বৈষম্যবাদীদের দেশপ্রেম বিবর্জিত কার্যক্রম রুখতে হবে

।। মোঃ নুরুল ইসলাম সিয়াম।।
গনপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হলো।

এবারের প্রতিপাদ্য বিষয় ‘‘বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি’’ উক্ত দিবস উপলক্ষ্যে আইডিইবির মাস ব্যাপি আয়োজনকে সামনে রেখে মুন্সিগঞ্জ জেলা আইডিইবির সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম সিয়াম বলেছেন, জনস্বার্থে বৈষম্যবাদীদের দেশপ্রেম বিবর্জিত সংবিধান পরিপন্থী কার্যক্রম রুখতে হবে এবং বৈষম্যবিরধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতায় এই দাবি আরো সুদৃঢ় হলো।

এক সাগর রক্তের বিনিময়ে অর্জন করেছে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ।স্বাধীন বাংলাদেশের মুক্তিযোদ্বাদের রক্তে রঞ্জিত অর্জিত স্বাধীন বাংলার মানুষের আজন্ম লালিত স্বপ্ন আর্থ সামাজিক মুক্তির রাজনৈতিক দর্শনের ভিত্তিতে শোষণ ও বঞ্চনা মুক্ত অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে রচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন।

বিশ্ব মোড়ল সাম্রাজ্যবাদী শক্তি রক্ত চক্ষুকে উপেক্ষা করে অধিকার বঞ্চিত জনগণের সাংবিধানিক মৌলিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে মুক্তিকামী মানুষের নির্দেশনায় বাংলাদেশর সংবিধানের ১৪ নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতী মানুষকে সকল প্রকার শোযণ হইতে মুক্তি দান করা।

অনুচ্ছেদ ১৬-এ উল্লেখ রয়েছে জীবন মানের বৈষম্য ক্রমাগত ভাবে দূর করিবার উদ্দেশ্যে আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। আপনারা নিশ্চই লক্ষ্য করেছেন যে, উন্নত প্রযুক্তির ধারক বাহক উন্নত দেশসমূহের পাশাপাশি স্বাধীন বাংলাদেশকে প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে নেয়ার লক্ষ্যে দেশের সকল মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসায় ২০২১ সালের মধ্যে কর্মমুখী শিক্ষা কোর্স প্রবর্তনের নির্দেশনা প্রদান করছিলেন বিভিন্ন সুধিগণ।কিন্তু কিছু প্রতিক্রিয়াশীল কারিগরি আমলাচক্রের নানামুখী ষড়যন্ত্রের কারণে তা আজও বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

বিগত ১০/১২ বছর পূর্বে বিভিন্ন সরকার প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত বিষয় সমস্যা দূর করে অন্যান্য কারিগরি পেশাজীবীদের ন্যায় প্রাথমিক নিযুক্তিতে ১টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনেক দিনের দাবি।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির কোটা ৫০% নির্ধারণ করতে হবে। বিএনবিসি-২০২০ এর জনস্বার্থ বিরোধী অবমূল্যায়নকর ২/৩ ধারা সংশোধনের ক্ষেত্রে তারা বিভিন্নভাবে বাধা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনগণকে জিম্মি করে কোটারি স্বার্থ হাসিল করতে চায়। সমাজ সচেতন দেশবাসীকে সঙ্গে নিয়ে বৈষম্য বর্ণবাদী ডিগ্রী ইঞ্জিনিয়ার চক্রের ষড়যন্ত্র চক্রান্ত বন্ধ করতে হবে,ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক পেশাজীবীদের দাবি বাস্তবায়ন এবং জন স্বার্থে ডিগ্রী ইঞ্জিনিয়ারদের প্রশাসনিক পদে নিয়োগ বন্ধ করতে হবে।

মাধ্যমিক পর্যায়ে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে কারিগরি শিক্ষা এবং শিক্ষকদের যথাযথ মর্যাদা দিয়ে শিক্ষা সংস্কার করতে হবে এবং অবিলম্বে জনস্বার্থে শিক্ষা কমিশন গঠন করতে হবে।

মোঃ নূরুল ইসলাম সিয়াম সংগঠনের পক্ষে সরকারের কাছে আরো দাবি করেন যে, কারিগরি ও বৃত্তি মূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সামাজিক মূল্যায়নের লক্ষ্যে বিএসসি (পাস) গ্র্যজুয়েট সমমান ও মর্যাদা প্রদান করার শিক্ষা মন্ত্রণালয় ঘোষনা ও উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

জাতীয় মেধার অপচয় রোধ ও প্রশাসনের শ্রেণী স্বার্থ দ্বন্দ্ব নিরসনে এবং রাষ্ট্রীয় অর্থ অপচয় বন্ধে প্রশাসন ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের প্রবেশ রোধে পেশা পরিবর্তনের আত্মঘাতী সিদ্ধান্ত রাষ্ট্রীয় আইনি কাঠামোর মাধ্যমে বন্ধ করতে হবে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতি কোটা ৫০ শতাংশ উন্নতিকরণ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিয়োগ নিযুক্তিতে অন্যান্য পেশাজীবীদের ন্যায় একটি স্পেশাল ইনক্রিমেন্ট এবং পরিকল্পনা ও নকশা বিভাগের কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলীদের ন্যায় তিনটি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণদের ক্রেডিট ওয়েভার নিয়ে দুই বছরে ডিগ্রি করার সুযোগ প্রদান করতে হবে। কারিগরি শিক্ষাকে দেশের মূলস্রোতধারায় আনতে হবে এবং কারিগরি শিক্ষার মোট হার ৭০% এ উন্নতি করতে হবে।

পরিশেষে বলতে চাই চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করতে হলে কারিগরি শিক্ষাকে অগ্রাধিকারের অগ্রাধিকার দিতে হবে, তা না হলে দেশের সত্যিকারের উন্নয়ন সম্ভব হবে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.