এইমাত্র পাওয়া

টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষ ও স্কুলের প্রধান শিক্ষক গ্রেফতার

টাঙ্গাইল: জেলার সখীপুরের পিএম পাইলট গভ. মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কে বি এম খলিলুর রহমান তালুকদার ও গোহাইলবাড়ী আ. গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সখীপুর উপজেলা সড়কের সোনালী ব্যাংকের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গত (৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় করা মামলায় এ দু’জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর ওই রাতেই তাঁদের সখীপুর থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১৪ সিপিসি-৩ এর সদস্যরা।

সখীপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় গত (২৬ আগস্ট) রাতে সখীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর বাদী হয়ে সখীপুর থানায় একটি মামলা করেন। এতে টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়সহ ১৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। ওই মামলায় বুধবার (২০ নভেম্বর) রাতে গ্রেপ্তার হওয়া অধ্যক্ষ খলিলুর রহমান ৭৫ নম্বর ও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ৮০ নম্বর আসামি করা হয়।

গ্রেপ্তার অধ্যক্ষ খলিলুর রহমানের ছেলে নাফিউল রাজিম রক্তিম বলেন, আমি নিজেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলাম। বাবা এতে কখনো বাঁধা দেননি বরং আমাদের সাহস জুগিয়েছেন। সেই আমার বাবাকেই আজ মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলো। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.