নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদ বলেছেন, চট্টগ্রাম অঞ্চলে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রসারে উল্লেখযোগ্য অবদান রাখছে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)।
তিনি বলেছেন, ইউসিটিসির উদ্যোক্তা, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় অদূর ভবিষ্যতে বিশ্বমানের শিক্ষা অত্র অঞ্চলের অনগ্রসর শিক্ষার্থীদের উপহার দেবে।
শুক্রবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম নগরের একটি কনভেনশন হলে ইউসিটিসি ডে অ্যান্ড ফ্রেশার্স রিসিপশনে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিওটি চেয়ারম্যান নবিউল আলম তালুকদার।
ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং ফেকাল্টি অব ইইই, বুয়েটের সাবেক ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ইউসিটিসির ট্রেজারার আহমেদ শরীফ তালুকদার, কুয়েটের সাবেক উপাচার্য ও ইউসিটিসির প্রকৌশলী অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবদুস সামাদ, বুয়েটের সাবেক অধ্যাপক ও বর্তমানে ইউসিটিসির মেক্যানলিকাল বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ এ আজিম, কন্ট্রোলার অফ এক্সাম ড. মো. নুরুল আবছার, রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ, ইউসিটিসির ব্যবসা বিভাগের এডভাইজার অধ্যাপক ড. তৈয়ব চৌধুরী, প্রফেসর মো. বজলুর রহমান ও স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক এসএম শহিদুল আলম এবং মার্কেটিং অ্যান্ড এডমিশনের প্রধান অভিমান ঘোষ দস্তিদার।
এ ছাড়া আরও উপস্থিত চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, বেভারেজ ও ইভেন্ট পার্টনার সানকুইক ড্রিংকস, ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড চট্টগ্রাম সিগমা ল্যাব লিমিটেড, পার্কভিউ হাসপাতাল লিমিটেড চট্টগ্রাম ও এনজিএস সিমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.