এইমাত্র পাওয়া

কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হলেন খোকসা কলেজের অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহা. আব্দুল লতিফকে কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদে বদলি করা হয়। 

আরও পড়ুনঃ খোকসা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ ড. লতিফ

অধ্যাপক ড. মোহা. আব্দুল লতিফ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬ ব্যাচের কর্মকর্তা। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অধ্যাপক ড. মোহা. আব্দুল লতিফ ২০২৩ সালের অক্টোবর মাসে কলেজটিতে অধ্যক্ষ পদে যোগদান করেন। তার আগে তিনি সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। 

আরও পড়ুনঃ খোকসা সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২০ নভেম্বর ইং তারিখের মধ্যে তিনি বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। তিনি আবশ্যিকভাবে তার পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান সম্পন্ন করবেন। 

আরও পড়ুনঃ

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.