এইমাত্র পাওয়া

এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটিতে বেতন দিতে মাউশির জরুরী নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ আইবাস++ এর মাধ্যমে ইএফটি-তে অর্থ প্রেরণের লক্ষে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের তথ্য হালনাগাদ সংক্রান্ত নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।  বিষয়টি অতীব জরুরী বলে জানানো হয়। 

বৃহস্পতিবার মাউশির মহাপরিচালক(অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর এ বি এম রেজাউল করীম স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়,  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিওভুক্ত জনবলের বেতন ভাতা অর্থমন্ত্রণালয়ের ibas++ এর মাধ্যমে EFT তে প্রেরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। ibas++ এর মাধ্যমে EFT তে এমপিওর অর্থ প্রেরণের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত জনবলের NID, Pay Code, Bank Account, Mobile Number ইত্যাদি তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ থাকতে হবে। উক্ত তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহের জন্য অনলাইন ফরম শীঘ্রই উন্মুক্ত করা হবে। প্রতিষ্ঠান প্রধানগণ উক্ত ফরমের মাধ্যমে অনলাইনে সংশ্লিষ্ট জনবলের সঠিক তথ্য প্রেরণ করবেন এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (স্কুলের ক্ষেত্রে) এবং আঞ্চলিক পরিচালক (কলেজের ক্ষেত্রে) এর দপ্তরে জমা দিবেন। প্রতিষ্ঠান প্রধান হতে অনলাইনে প্রাপ্ত তথ্য ও হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (স্কুলের ক্ষেত্রে) এবং আঞ্চলিক পরিচালক (কলেজের ক্ষেত্রে) গণ-যাচাই করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অনলাইনে অগ্রায়ন করবেন।

এমতাবস্থায়, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও এমপিওভুক্ত জনবলদের কে নিম্নলিখিত তথ্য নিয়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হলো :

  • সকল এমপিওভুক্ত জনবলের NID অবশ্যই থাকতে হবে। NID অনুযায়ী নাম ও জন্ম তারিখ এবং NID এর ফটোকপি সংগ্রহ করা হবে।
  • সকল এমপিওভুক্ত জনবলের মোবাইল নম্বর সংগ্রহ করা হবে, উক্ত মোবাইল নম্বর অবশ্যই এমপিওভুক্ত জনবলের নিজস্ব NID দ্বারা রেজিস্টার্ডকৃত হতে হবে।
  • সকল এমপিওভুক্ত জনবল বর্তমানে যে ব্যাংকের যে একাউন্ট হতে এমপিওর অর্থ উত্তোলন করেন সেই অনলাইন ব্যাংক হিসাব নম্বর (১৩-১৭ ডিজিট) সংগ্রহ করা হবে, উক্ত ব্যাংক হিসাব নম্বর অবশ্যই এমপিওভুক্ত জনবলের নিজস্ব NID দ্বারা রেজিস্টার্ডকৃত হতে হবে।

বি: দ্র: শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ সকল তথ্যের সঠিকতা যাচাই-বাছাই করে প্রেরণ করবেন। উপরোক্ত শর্তানুযায়ী তথ্য প্রদান না করলে ibas++ এর মাধ্যমে EFT তে বেতন ভাতা প্রদান বিঘ্নিত হবে। ভুল বা অসত্য তথ্যের জন্য প্রতিষ্ঠান প্রধানগণ দায়ী
থাকবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.