এইমাত্র পাওয়া

কুমিল্লার লালমাই উপজেলা সদর স্থানান্তরের দাবিতে মানববন্ধন

কুমিল্লাঃ কুমিল্লার লালমাই উপজেলা সদর কার্যালয় স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল শনিবার সকালে কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কের পাশে ভুশ্চি বাজারে এই কর্মসূচি পালন করেন উপজেলার দক্ষিণ ও পূর্বাঞ্চলের ছয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন। তাঁরা লালমাই উপজেলা সদর কার্যালয় বাগমারা বাজার-সংলগ্ন ফতেহপুর থেকে সরিয়ে ভুশ্চি এলাকায় নেওয়ার দাবি জানিয়েছেন।

ভুশ্চি উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদম সফি উল্যাহ মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন লালমাই উপজেলা বিএনপি নেতা মাসুদ করিম মাসুদ, পেরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমান উল্যাহ আমান, ছোট শরীফপুর উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক অহিদুল আলম, ভুলইন উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক সুমন, যুক্তিখোলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামাল ভুশ্চিবাসীর কাছে অঙ্গীকার করার পরও লালমাই উপজেলা সদর বাগমারা দক্ষিণ ইউনিয়নের ফতেহপুর মৌজায় প্রতিষ্ঠা করেছেন। তিনি ভুশ্চিবাসী তথা এ অঞ্চলের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। তাই বর্তমান সরকারের কাছে তাঁদের দাবি, উপজেলার সদর ভুশ্চিতে স্থানান্তর করে ১২১ গ্রামের মানুষের বৈষম্য দূর করা হোক।

লালমাই উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ মার্চ প্রশাসনিক পুর্নবিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আটটি এবং লাকসাম উপজেলার একটি ইউনিয়ন নিয়ে লালমাই উপজেলা গঠিত হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.