টাঙ্গাইলঃ টাঙ্গাইলের সখীপুরে নিজ ঘরে ফাঁসি দিয়ে নুরুল ইসলাম নামে এক স্কুল শিক্ষক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে সখীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষক নূরুল ইসলাম উপজেলার দারিপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, জেনেছি তার বিরুদ্ধে একটি অভিযোগের বিষয়ে তদন্ত চলছিল। হয়ত সেই ঘটনায় আত্মসম্মান হারানোর ভয়ে গত সোমবার রাতের কোন এক সময়ে নিজে ঘরে আত্মহত্যা করতে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর আসল ঘটনা জানা যাবে।
উল্লেখ্য, শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগ রয়েছে। তার কথা ও নানা ধরনের কু-প্রস্তাবে রাজি না হলে পরীক্ষায় নম্বর কম দেওয়ার ভয়-ভীতি দিতো বলে অভিযোগ তোলা হয়। এ নিয়ে প্রতিকারের জন্য গত ২৭ আগস্ট মঙ্গলবার তার পদত্যাগ ও বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসব বিষয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.