নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গত ১১ জুলাই “বকশীগঞ্জ: ২০ বছর পর স্কুলে আবির্ভূত হয়ে এমপিওভুক্ত হলেন ৫ শিক্ষক” ও গত “১৫ জুলাই বকশীগঞ্জ: সেই ৫ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করবে ময়মনসিংহ আঞ্চলিক কার্যলয়“ শিরোনামে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশের পর তদন্তের নির্দেশ দিয়ে চিঠি ইস্যু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক উপ-পরিচালকের কার্যালয়। উপ-পরিচালকের কার্যালয় থেকে পাঠানো চিঠিতে জামালপুর জেলা শিক্ষা অফিসারকে ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত করে তদন্ত প্রতিবেদন প্রেরণ করার বিষয়ে বলা হয়েছে।
বৃহস্পতিবার জেলা শিক্ষা কর্মকর্তা আগামী ১৯ আগস্ট সরেজমিনে বিদ্যালয়টিতে তদন্তে যাবেন বলে জানা গেছে।
গত ৮ আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক রওশন আরা খান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলাধীন ভাটি খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের ভূয়া নিয়োগ ও কাগজপত্র তৈরি করে শিক্ষক এমপিওভূক্ত করা হয়েছে বলে গত জুলাই ১৫. ২০২৪খ্রি. শিক্ষাবার্তা ডটকমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে (কপি সংযুক্ত)। উক্ত প্রতিবেদনের আলোকে সরেজমিনে তদন্ত পূর্বক সুষ্পষ্ট মতামতসহ আগামী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন উপপরিচালকের কার্যালয়ে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো ।
বৃহস্পতিবার জেলা শিক্ষা অফিস থেকে প্রধান শিক্ষক বরাবর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, অত্র জেলাধীন বকশীগঞ্জ উপজেলায় অবস্থিত ভাটি খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের ভূয়া নিয়োগ ও কাগজপত্র তৈরী করে শিক্ষক এমপিওভুক্ত করা হয়েছে বলে গত জুলাই ১৫/০৭/২০২৪ খ্রি. শিক্ষাবার্তা ডটকমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে (কপি সংযুক্ত)। উক্ত প্রতিবেদনের আলোকে সরেজমিনে তদন্তপূর্বক সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিল করার জন্য সূত্রোক্ত স্মারকে নিম্নস্বাক্ষরকারীকে নির্দেশনা প্রদান করা হয়েছে। সে প্রেক্ষিতে, আগামী ১৯/০৮/২০২৪খ্রি. তারিখ সোমবার বেলা ১১.০০ ঘটিকায় নিম্নস্বাক্ষরকারী উক্ত বিদ্যালয়ে উপস্থিত থেকে তদন্ত কাজ সম্পাদন করবেন। উল্লেখ্য, তদন্তকালীন সকল শিক্ষক/কর্মচারীর উপস্থিত নিশ্চিত
করবেন।
শিক্ষাবার্তা’য় প্রকাশিত সংবাদ পড়তে “বকশীগঞ্জ: ২০ বছর পর স্কুলে আবির্ভূত হয়ে এমপিওভুক্ত হলেন ৫ শিক্ষক” ও “বকশীগঞ্জ: সেই ৫ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করবে ময়মনসিংহ আঞ্চলিক কার্যলয়” এখানে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.