এইমাত্র পাওয়া

জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ

ঢাকাঃ  বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের মৃত্যু, হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানরা। তারা শিক্ষার্থী হত্যার বিচার দাবি করেছেন। একই সঙ্গে প্রবাসীদেরকে রেমিট্যান্স না পাঠানোর আহ্বান জানিয়েছেন।

টিবিএন২৪ ইউটিউব চ্যানেলে প্রচারিত এক প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (৩১ জুলাই) এই বিক্ষোভ সমাবেশ হয়। এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ আমেরিকান সিটিজেন মুভমেন্ট। নিউ ইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি ও শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কপালে লাল কাপড় বেঁধে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভে অংশ নেন বাংলাদেশি-আমেরিকানরা। হাতে পোস্টার, ব্যানার ও বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে তারা শিক্ষার্থীদের হত্যার বিচার দাবি করেন। এ সময় ‘গণতন্ত্র চায়’ বলেও স্লোগান দেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানান। এক নারী বিক্ষোভকারী বলেন, এতগুলো শিক্ষার্থীকে মেরে ফেলা হলো, এখন সেটাকে চরমভাবে অস্বীকার করা হচ্ছে। আরেক বিক্ষোভকারী বলেন, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের আমলে এত বড় হত্যাকাণ্ড হয়নি।

নিউইয়র্কে ওই সমাবেশে যোগ দেন বাংলাদেশের প্রমিথিউস ব্যান্ডের গায়ক বিপ্লব। তিনি বলেন, আমরা বাচ্চাদের রক্ষা করতে চাই। যারা আমাদের বাচ্চাদের রক্ষা করতে পারে না আমরা তাদের চাই না। এ সময় প্রতিবাদী গান পরিবেশন করেন তিনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading