বিনোদন ডেস্ক।।
অভিনেতা দিনার ও অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ বাস্তব জীবনে স্বামী-স্ত্রী। নাটকেও তারা জুটি হয়ে অভিনয় করেছেন। বিজ্ঞাপনচিত্রেও তারা একসঙ্গে মডেল হয়েছেন। এবার সচেতনতামূলক নতুন একটি বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে কাজ করেছেন। এটি নির্মাণ করেছেন ইমন খান। শিঘ্রই বিভিন্ন চ্যানেলে এটি প্রচার হবে। বিজরী বরকত উল্যাহ বলেন, এর আগে আমি আর দিনার কয়েকটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছি। নাটকেও করেছি। নাটকে দিনার বেশি ক¤েপার্টেবল। তবে নতুন বিজ্ঞাপনটি অভিনয়ের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। এতে আমরা দুজনই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেছি। নির্মাতা জানান, সামাজিক সচেতনতামূলক এই বিজ্ঞাপনে মানুষের জীবনে সাফল্যের পাশাপাশি স্বাভাবিকভাবে অসাফল্যাগুলোকে মেনে নেয়াটাও যে জরুরি, তা তুলে ধরা হয়েছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে চেষ্টা করেছি, কাজটিকে বিজ্ঞাপনের বাইরেও যতটা জীবনমুখী করা যায়।
শিক্ষাবার্তা ডট কম/জামান/১২/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.