নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১১৯ সহযোগী অধ্যাপককে চতুর্থ গ্রেড প্রদান করা হয়েছে। চাকরির ০৬ (ছয়) বছর পূর্তি এবং ১০ (দশ) বছর পূর্তিতে তাদের এই গ্রেড প্রদান করা হয়।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের ৪র্থ গ্রেড প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বেতন স্কেল-২০১৫” এর অনুচ্ছেদ ৭ এবং অর্থ বিভাগের ২১.০৯.২০১৬ তারিখের জাতীয় বেতনস্কেল, ২০১৫ স্পষ্টিকরণ সংক্রান্ত পরিপত্র নং ০৭.০০.0000.161.00.002.16(অংশ-১)-২৩২ এর অনুচ্ছেদ গ (২) (৩) অনুযায়ী ০৬ (ছয়) বছর পূর্তিতে এবং ১০ (দশ) বছর পূর্তিতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিম্নের্ণিত কর্মকর্তাগণকে নামের পাশে বর্ণিত তারিখ হতে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল টাকা (৫০,০০০-৭১,২০০/-) বেতনক্রমে ৪র্থ গ্রেড প্রদান করা হলো।
এতে বলা হয়, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে এবং বিধিমোতাবেক বকেয়া (এরিয়া) প্রাপ্য হবেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.