ঢাকাঃ আগামী ২২শে এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন স্কুলে গরমের ছুটি শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন পশ্চিম বঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে এখনও পর্যন্ত স্কুলের গরমের ছুটি সংক্রান্ত কোনও নির্দেশিকা জারি করেনি শিক্ষা অধিদপ্তর।
স্কুলগুলোতে গরমের ছুটি শুরু হয় ৬ই মে কিন্তু গত কয়েক দিনে ধরে রাজ্যের ১৪টি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। রোববার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তীব্র দহনে শিক্ষার্থীদের প্রতিদিন যাওয়া আসা কষ্টকর হয়ে উঠেছে, সমস্যায় পড়েছেন শিক্ষক, শিক্ষাকর্মীরাও। এই পরিস্থিতিতে স্কুলে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শিক্ষা দফতর এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও নির্দেশিকায় ছুটির কথা জানায়নি। তবে মঙ্গলবার (১৬ই এপ্রিল) নবান্নে মুখ্যসচিব বি পি গোপালিকের নেতৃত্বে ডাকা বৈঠকে ২২শে এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
ছুটির দিনক্ষণ ঘোষণা হলেও স্কুল কবে খুলবে, তা বলা হয়নি। কবে স্কুল খুলবে, তা অবস্থা বুঝে জানাবে রাজ্য সরকার। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে আগামী সপ্তাহে আগামী কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি আরও জটিল হতে পারে। এ আবহে তীব্র গরমের কারণে স্কুলে আসতে অসুবিধায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। তাই গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/জামান/১৮/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.