গাজীপুরঃ জেলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুইজন দগ্ধ হয়েছেন। গতকাল রবিবার দুপুরে গাজীপুর মহানগরীর শিমুলতলীর এলাকার ৮তলা বিসমিল্লাহ টাওয়ারের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী বিভাগের মাস্টার্সের ছাত্র মো. ফারহান হাসান (২৬) এবং ওই ভবনের কেয়ারটেকার খাইরুল ইসলাম (৩৬)। ফারহান ঠাকুরগাঁও জেলার মো. আফসার আলী ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ফিরে ফারহান শনিবার প্রথমে গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকায় এক আত্মীয়ের বাসায় উঠেন। রবিবার দুপুরে বিসমিল্লাহ টাওয়ারের নিজ ফ্ল্যাটে ঢুকে বৈদ্যুতিক বাতি জ্বালানোর জন্য সুইচ চাপ দিলে সঙ্গে সঙ্গে উচ্চ শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ভবনের লিফটের নিচতলা, ৫ম তলা, ৬ষ্ঠ তলা ও ৭তম তলার লিফটের দরজাও ভেঙে যায়। এ ছাড়া রান্না ঘরের দরজা-জানালা ভেঙে গেছে এবং সেখানে থাকা খাটসহ-বিছানাসহ নানা জিনিসপত্র পুড়ে যায়।
চিকিৎসকের বরাতে ফারহানের স্ত্রীর বড় ভাই ফরহাদুল আবেদীন জানান, ফারহানকে উদ্ধার করতে গিয়ে আহত হন কেয়ারটেকার খাইরুল। পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ফারহান ৩০ শতাংশ দগ্ধ হয়েছেন। তার শ্বাসনালী পুড়ে গেছে।
কেয়ারটেকার খাইরুল ইসলাম শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস সামাদ জানান, লিকেজ থেকে কক্ষে গ্যাস জমা হয়েছিল। বাতি জ্বালাতে গিয়ে সুইচের স্পার্কিং থেকেই ওই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাফিউল করীম রাফি জানান, ওই কক্ষে গ্যাস সিলিন্ডার ছাড়াও তিতাস গ্যাসের লাইন রয়েছে। এখন কক্ষে জমে থাকা গ্যাস তিতাস গ্যাসের চুলার না গ্যাস সিলিন্ডার থেকে বের হয়ে এ দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তের পর জানা যাবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.