স্কুল শিক্ষককে চুরির অপবাদ দিয়ে নির্যাতন, ৬ জনের নামে মামলা

লক্ষ্মীপুরঃ জেলায় চুরির অপবাদ দিয়ে এক স্কুলশিক্ষককে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনা গতকাল রোববার রাত ১২টার দিকে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষকের ছোট ভাই বাদী হয়ে থানায় এই মামলা করেন। এতে মো. সুমন নামের একজনকে প্রধান করে ছয়জনকে আসামি করা হয়।

ভুক্তভোগী শিক্ষক রাজধানী ঢাকার একটি বেসরকারি স্কুলে কর্মরত। গত শুক্রবার রাতে তিনি হাঁটতে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হন। এরপর ছিনতাইকারী বখাটেরা চোর অপবাদ দিয়ে তাঁকে একটি পিলারের সঙ্গে বেঁধে নির্যাতন করে। এরপর নির্যাতনের ভিডিও ধারণ করে বখাটেরা সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

পুলিশ জানায়, ঈদের ছুটিতে বাড়িতে আসেন ওই শিক্ষক। গত শুক্রবার রাতে তিনি পৌর শহরের আইয়ুব আলী পোলের গোড়া এলাকায় ছোট ভাই মাসুদুর রহমানের বাসায় বেড়াতে যান। ডায়াবেটিস থাকায় রাতে হাঁটতে বের হন তিনি। এ সময় ১০-১২ জনের একদল বখাটে ওই শিক্ষককে চোর অপবাদ দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে তাঁর কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নির্যাতন চালায়। পরে আহত অবস্থায় তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নির্যাতিত শিক্ষকের ভাই বলেন, ঘটনাটি ন্যক্কারজনক। এ ধরনের বর্বর নির্যাতন কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনাটি দুঃখজনক। ওই শিক্ষক শহরে রাতে হাঁটাহাঁটি করছিলেন। এর আগে শহরের ওই এলাকায় একটি মলম পার্টি চুরির ঘটনা ঘটিয়েছে। স্থানীয় লোকজন ওই শিক্ষককে অপরিচিত দেখে চুরির অপবাদ দিয়ে নির্যাতন শুরু করে। অমানবিক এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

পদত্যাগ করলেন সচিব খুরশেদ আলম

ঢাকাঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পদত্যাগ করেছেন। ১৫ …