নিজস্ব প্রতিবেদক।।
যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব টিচার্স অব ইংলিশ অ্যাজ অ্যা ফরেন ল্যাংগুয়েজ ( আই এ টি ই এফ এল) কর্তৃক আয়োজিত ৫৭তম ইংলিশ ল্যাংগুয়েজ কনফারেন্সে অংশগ্রহন করছেন ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ( ইট্যাব)-এর আজীবন সদস্য ও ইট্যাবের বিদেশ কো-অর্ডিনেটর মাহবুবুর রউফ নয়ন।
তিনি ‘অবজেক্টিভস অ্যান্ড বেনিফিটস অব ইট্যাব ল্যাংগুয়েজ ক্লাব, বাংলাদেশ’ এর ওপর প্রেজেনেটেশন দিবেন। ইট্যাব প্রেসিডেন্ট মাছুম বিল্লাহ তাকে ইট্যাবের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করেছেন।কনফারেন্সটি প্রি-কনফারেন্সসহ প্রদর্শনী অনুষ্ঠিত হবে ১৫-১৯ এপ্রিল ২০২৪ ব্রাইটন সেন্টার, কিংস রোড, ব্রাইটন, যুক্তরাজ্য।
আইএটিই এফ এল হলো ইংরেজি শিক্ষক এবং এডুকেটরদের আন্তর্জাতিক সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৭সালে।সংস্থাটির উদ্দেশ্য হচেছ আন্তর্জাতিকভাবে ইংরেজি শিক্ষার সাথে যারা জড়িত তাদের সকলের সাথে একটি নিবিড় সম্পর্ক স্থাপন করা, তাদের পেশাগত উন্নয়নে সহায়তা করা ।
সংস্থাটি পৃথিবীব্যাপী ইংরেজি শিক্ষক, এডুকেটর এবং ইংরেজির সাথে যারা সংশ্লিষ্ট তাদের সকলকে সহায়তা করা বিশ্বব্যাপী ইংরেজি শিক্ষার মানোন্নয়নে কাজ করা। এর প্রধান কার্যালয় ইউকে-এর কেন্টে অবস্থিত।সংস্থাটি প্রতিবছর কনফারেন্স আয়োজন করে যেখানে বিশ্বের একশত বিশটিরও বেশি দেশ থেকে শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাবিদ, গবেষকগন যোগদান করেন, মত বিনিময় করেন, নিজ নিজ দেশি শিক্ষক সংগঠনগুলো কি করছে, কিভাবে করছে ইত্যাদি বিষয়সহ ল্যাংগুয়েজ ও পেডাগজি বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। এটি শিক্ষকদের জন্য একটি আন্তর্জাতিক মিলনমেলা ও পেশাগত উন্নয়নের প্লাটফর্ম।
‘সহযোগিতার মাধ্যমেই শিক্ষকদের পেশাগত উন্নয়ন’ শ্লোগানের মাধ্যমে ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ইট্যাব) প্রতিষ্ঠা করেন সাবেক ক্যাডেট কলেজ , রাজউক কলেজ ও বাউবি-র শিক্ষক মাছুম বিল্লাহ। সকল পর্যায়ের ইংরেজিসহ অন্যান্য বিষয়ের শিক্ষকদের পেশাগত উন্নয়ন, একে অপরের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন, একে অপরের সাথে মত বিনিময় এবং সাফল্য ও ব্যর্থতার ইতিহাস ও অভিজ্ঞতা বিনিময় ও ইংরেজি শিক্ষাকে আনন্দময় ও ফলপ্রসূ করার নিমিত্তে সংস্থাটি কাজ করে যাচেছ।
উল্লেখ্য মাহবুবুর রউফ নয়ন সুনামঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের বাসিন্দা ও বরেণ্য শিক্ষাবিদ আরদুর রউফ ও জাহানার রউফ (রত্মগর্ভা মা) এর পুত্র। তিনি সিলেটের মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের প্রভাষক।
অনভ‚তি প্রকাশ করে প্রভাষক মাহবুবুর রঊফ নয়ন জানান, ’ বিশ্বের একশত ২০টি দেশের প্রায় চারহাজার শিক্ষক, শিক্ষাবিদ, ভাষাবিদ,ডেলিগেটস এ সম্মেলনে অংশ নিবেন। সেখানে ইট্যাব তথা বাংলাদেশের প্রতিনিধিত্ব করা , বক্তব্য রাখা, বাংলাদেশের শিক্ষা বিশেষ করে ইংরেজি শিক্ষা নিয়ে মত বিনিময় করা একটি ভাগ্যের ব্যাপার, এটি তাঁর একটি বিশাল প্রাপ্তি। তাকে এই সম্মেলেন প্রতিনিধিত্ব করার জন্য তিনি ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ও এর প্রতিষ্ঠাতা জনাব মাছুম বিল্লাহকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
শিক্ষাবার্তা ডটকম/জামান/১৫/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.