Breaking News

এদেশের গরিব-দুঃখী মানুষের আস্থার প্রতীক প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।

বগুড়ার শেরপুরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও পাঁচ শতাধিক হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মজিবর রহমান মজনুর নিজস্ব তহবিল থেকে এসব বিতরণ করা হয়।

রবিবার সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শহরের শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ প্রাঙ্গণে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এসময় এমপি মজিবর রহমান মজনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের গরিব-দুঃখী মানুষের আস্থার প্রতীক।

তিনি একজন মানবিক প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বের দরবারে খ্যাতি অর্জন করেছেন। তাই তাকে মানবতার মা বলা হয়ে থাকে।
আওয়ামী লীগ সব সময় দেশের মানুষের কল্যাণে কাজ করে থাকেন-এমন দাবি করে তিনি আরও বলেন, রমজান ও ঈদকে ঘিরে এবারো দেশের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনা অনুযায়ী দলের নেতাকর্মীরা সামর্থ্য অনুযায়ী গরিব-দুঃখী মানুষকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, শাহাদৎ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পী রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের (মাদ্রাসা, মসজিদ, কবরস্থান) ও পাঁচ শতাধিক হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি মজিবর রহমান মজনু।

শিক্ষাবার্তা ডট কম/জামান/০৮/০৪/২৪

Check Also

তিন বছরে উচ্চ শিক্ষা সম্পন্ন করা প্রায় ১৯ লাখ শিক্ষার্থীর অধিকাংশই বেকার

ঢাকাঃ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে গত তিন বছরে (২০২১-২৩) উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন …