ফলাফল জালিয়াতি: চট্টগ্রাম বোর্ডের সচিবের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এই নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ মুক্তি সংগ্রাম ও মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রামের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. মাহফুজুর রহমানের অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেয় মন্ত্রণালয়।

২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড সচিবের ছেলের জিপিএ-৫ পাওয়া ঘিরে তৈরি হয় নানা আলোচনা-সমালোচনা। অভিযোগ উঠে— নিজের ছেলে জিপিএ-৫ না পেলেও তাকে জিপিএ-৫ পাইয়ে দিতে সচিব নারায়ণ চন্দ্রনাথ ফলাফল কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন।

তার বিরুদ্ধে ২০২১ সালে এইচএসসি পরীক্ষার ফলাফলে অসঙ্গতি, গোপনীয়তা রক্ষা করতে না পারা, তদন্ত কমিটির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো ও ফলাফল কার্যক্রমে চরম দায়িত্বে অবহেলার অভিযোগের প্রমাণ পায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। পরে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও উল্টো পদোন্নতি পেয়ে তিনি হয়েছেন বোর্ড সচিব।

অভিযোগকারী ড. মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন, তার (নারায়ণ চন্দ্র নাথ) ছেলের ফলাফল নিয়ে অসংগতি ও বিভিন্ন অভিযোগ নিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল। কোনো অনিয়ম হলে তদন্তের মাধ্যমে সেটি বেরিয়ে আসবে।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম  শিক্ষা বোর্ডের সচিব নারায়ণ চন্দ্র নাথের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

ভ্রুণ হ-ত্যা-য় শিক্ষক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

যশোরঃ ভ্রুণ হত্যার অভিযোগে সহকারী শিক্ষক স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন স্ত্রী। …