এইমাত্র পাওয়া

আনন্দ মোহন কলেজে ছাত্রলীগের সহিংসতা: ছাত্র ফ্রন্টের নিন্দা

ময়মনসিংহঃ সরকারি আনন্দ মোহন কলেজে হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতায় জড়িয়েছে ছাত্রলীগ। যার ফলে হলে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক , ব্যহত হচ্ছে স্বাভাবিক শিক্ষাজীবন।

রবিবার এ ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে বিবৃতি দিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল নাকীব ও সাধারণ সম্পাদক তানজিল হুসাইন মুণিম।

যৌথ বিবৃতিতে তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অনুপস্থিতিতে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রহীনতা এক মূর্ত উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ক্যম্পাসে একক দখলদারিত্ব ও সন্ত্রাস কায়েম করেছে ছাত্রলীগ। সেই দখলের সূত্র ধরে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৯ ও ৩০ মার্চ দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দু-পক্ষ। এমতাবস্থায় হলের আবাসিক শিক্ষার্থীদের স্বাভাবিকতা ব্যহত হচ্ছে, শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পরেছে, যার প্রভাব পরছে শিক্ষা জীবনে। নেতৃবৃন্দ বলেন, অতীতে ঘটে যাওয়া এ ধরণের ঘটনায় কোন দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না করায় ও প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করায় এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে । ক্ষমতাসীনদের ক্ষমতা দখলের লড়াইয়ে বলি হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, ব্যহত হচ্ছে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ।

নেতৃবৃন্দ অনতিবিলম্বে দোষীদের দায়ী করে শাস্তি প্রদান, হল প্রশাসনের তত্ত্বাবধানে বৈধ শিক্ষার্থীদের সিট প্রদান এবং সন্ত্রাসীদের চিহ্নিত করে প্রচলিত আইনে শাস্তির দাবি জানান। সেইসাথে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সাধারণ শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

শিক্ষাবার্তা ডটকম ল/এএইচএম/৩১/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.