ঢাকাঃ ছোটপর্দার জুটি হিসেবে ইতোমধ্যে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারার তটিনী। বিশেষ করে তাদের রোম্যান্টিক গল্প নির্ভর কাজগুলোতে দর্শকদের বিশেষ আকর্ষণ থাকে। নতুন খবর, ইয়াশ-তটিনী নতুন এক রোমান্টিক গল্পে অভিনয় করেছেন। নাটকটির নাম ‘অতীতপুর’।
ফারহাদ আহমেদ ইশানের পরিচালনায় এমডি কামরুজ্জামানের প্রযোজনায় কেএস এন্টারটেনমেন্টের ইউটিউবে শুক্রবার বিকেলে মুক্তি পাচ্ছে ‘অতীতপুর’।
গল্পটি গ্রামীণ প্রেক্ষাপটের। নির্মাতা ইশানের পরিচালনায় এটি প্রথম নাটক। তিনি বলেন, রোমান্টিক গল্প নির্ভর হলেও এটি দায়িত্ববোধের গল্প। দায়িত্ববোধ অনেকসময় সম্পর্কগুলো নষ্ট করে ফেলে। এমন সময় আসে যখন পরিবারের দায়িত্ববোধের কাছে ভালোবাসা ঠেকে যায়।
শহুরে অতি আধুনিক কিংবা ম্যাচিউর প্রেমের পরিণতি বিয়েসহ বিভিন্ন রোমান্টিক নাটকে জুটি বাঁধতে দেখা গেছে ইয়াশ তটিনীকে। এবার তাদের দেখা যাবে কলেজ পড়ুয়া ১৮ বছর বয়সের কাপলের চরিত্রে।
পরিচালক বলেন, ১৮ বছর বয়সে প্রথম প্রেমে পড়লে যে অনভূতিগুলো হয় সেগুলো উঠে আসবে। গল্প এভাবে সাজানো, ইয়াশ তটিনীকে দর্শক নতুনভাবে দেখতে পাবে। নাটক দেখলে দর্শক বুঝতে পারবেন আসলে টুইস্টটা কোথায় রেখেছি।
ফারহাদ আহমেদ ইশান বলেন, আমার প্রথম নাটক হিসেবে ভালো করার চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আর গল্পটা আমাদের চারপাশের। আমার বিশ্বাস নতুন ইয়াশ-তটিনী জুটির পাশে নাটকের গল্পটি থেকে দর্শক পারিবারিক দায়িত্ববোধ ও ভালোবাসার টান অন্যরকমভাবে অনুভব করবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার ও শিক্ষা সংশ্লিষ্ট সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.