এইমাত্র পাওয়া

৯৭ শতাংশ বাংলাদেশি চিন্তিত স্মার্টফোনের তথ্য সুরক্ষা নিয়ে

নিজস্ব প্রতিবেদক।।

স্মার্টফোনে আয়ের নতুন উৎস খুঁজে পাওয়ার ব্যাপারে দেশের ৫৭ শতাংশ মানুষ আশাবাদী, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয়। এ ছাড়া দেশের ৯৭ শতাংশ মানুষ স্মার্টফোনে তাদের তথ্য সুরক্ষা নিয়ে চিন্তিত থাকেন। সম্প্রতি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গবেষণা চালিয়ে এমন তথ্য পাওয়া গেছে।

গবেষণাটি করেছে এশিয়ার অন্যতম শীর্ষ টেলকো-টেক প্রতিষ্ঠান এবং গ্রামীণফোনের প্রধান বিনিয়োগকারী টেলিনর এশিয়া। গতকাল ‘বিল্ডিং বেটার ডিজিটাল লাইভস ফর এ স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে গবেষণার বিস্তারিত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এশিয়ার আটটি দেশ- বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইনস, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামের আট হাজারেরও বেশি ব্যক্তির তথ্য যাচাই করা হয়েছে। গবেষণার মূল লক্ষ্য ছিলÑ মোবাইল কানেক্টিভিটির প্রসঙ্গে অংশগ্রহণকারীদের মনোভাব ও আচরণ বিশ্লেষণ করা। সেই সঙ্গে কীভাবে এটি এশিয়া অঞ্চলের জীবনযাত্রা, পেশা ও বিনোদনকে প্রভাবিত করছে, তা অনুসন্ধান করা। অংশগ্রহণকারীদের লিঙ্গ এবং বয়সের ভিত্তিতে ভিন্ন ভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.