সরকারী তিতুমীর কলেজের ইতোমধ্যেই ৫০ বছর পূর্ণ করেছে। দেশের অন্যতম প্রাচীন এ শিক্ষাপ্রতিষ্ঠানের সুবর্ণজয়ন্তী চার মাসব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদযাপন করা হবে। এর সঙ্গে উদযাপন করা হবে স্বাধীন বাংলাদেশের পঞ্চাশ বছর এবং বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ।
প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিতুমীর কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও কলেজের ৫০ বছর উদযাপন পর্যদের আহ্বায়ক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন হয়।
টিপু মুনশি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে জানাতে চাই, সবাইকে সঙ্গে নিয়ে বৃহৎ পরিসরে আয়োজন করা হবে সরকারি তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান। এ ছাড়া স্বাধীন বাংলাদেশের পঞ্চাশ বছরের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করতে চাই। তাই, চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু করে ২০২০ মার্চ পর্যন্ত অর্থাৎ চার মাসব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করতে চাই।
এ উপলক্ষে www.titumir.org নামক একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। যেখানে তিতুমীর কলেজের সাবেক যে কোনো শিক্ষার্থী নিজের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন।
সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদের জার্নালের সম্পাদক ও তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী শাহজাহান সরদার, আনোয়ার হোসন বীর প্রতীক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য, কলেজের প্রাক্তন ভিপি ও জিএস সহ সাবেক শিক্ষার্থীরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.