নিজস্ব প্রতিবেদক।।
বাগেরহাটের মোরেলগঞ্জে বিবস্ত্র অবস্থায় হিরা আক্তার (১২) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ৫টার দিকে উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামের নিজ ঘরে তার মরদেহ পাওয়া যায়।হিরা পশ্চিম বহরবুনিয়া গ্রামের গাউছ শেখের মেয়ে ও ছাপড়াখালী গাজীরঘাট দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
গাউছ শেখ বলেন, দুপুরে সে মাদ্রাসা থেকে ফেরার পর একসঙ্গে খাবার খেয়ে ৩টার দিকে বাইরে যাই। আমার স্ত্রীও জরুরি কাজে বাইরে যায়। বিকেল ৫টার দিকে ঘরে ফিরে দেখি, আড়ার সঙ্গে মেয়ের বিবস্ত্র মরদেহ ঝুলছে।
মেয়েটির চাচা মো. খলিল শেখ বলেন, মেয়েটি ঘরে একা ছিল। এ সুযোগে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে হিরাকে যৌন নির্যাতন শেষে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। তার পরনে থাকা জামা-কাপড় পাশে খাটের ওপর পাওয়া গেছে। এছাড়া, তার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.