এইমাত্র পাওয়া

৩৮তম বিসিএসের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার দুপুরে এ সংক্রান্ত এক বৈঠক শেষে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএসসি’র চেয়ারম্যান মোহাম্মদ সাদিক শিক্ষাবার্তা ডট কম কে জানান, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ফল সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটwww.bpsc.gov.bd -এ আপলোড করা হবে।

৩৮তম বিসিএসের মাধ্যমে এবার ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগের বদলে ২ হাজার ১৬০ জন নিয়োগ পাবেন। গতকাল রোববার ( ৩০ জুন) কমিশনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এবার ১৩৬ জন কর্মকর্তা বেশি নিয়োগ পাচ্ছেন।

প্রসঙ্গত, ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের আগস্ট মাসে। এর আগে, ২০১৭ সালের ২৯ ডিসেম্বর হয় প্রিলিমিনারি পরীক্ষা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.