এইমাত্র পাওয়া

মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসকের সাথে নিসচা সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত 

খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকে ::  মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক নাজিয়া শিরিন এঁর সাথে মৌলভীবাজার জেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)’র এক সৌজন্য সাক্ষাৎ মিলিত হন।

৩০ জুন (রোববার) অপরাহ্ন ৫ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে সভাপতি খিজির মুহাম্মদ জুলফিকার সড়ক নিরাপত্তা নিসচা’ র ভূমিকা, সমস্যা ও সম্ববনা তোলে ধরেন।  জেলা প্রশাসক নিজিয়া শিরিন  নিসচা প্রতিনিধি দলের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং প্রতিশ্রুতি দিয়ে
বলেন নিসচা কর্মীদের সাথে থাকবো, সড়ক নিরাপত্তায় সর্বদা সহযোগীতা অব্যাহত থাকবে। তিনি অচিরেই ট্রাফিক বিভাগ,  বিআরটি ও নিসচা -কে নিয়ে আলোচনায় বসবেন বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন- নিরাপদ সড়ক চাই -সভাপতি খিজির মুহাম্মদ জুলফিকার,
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদস্য শরিফ মাহমুদ, আবুল কাশেম, এসএম কিবরিয়া,  মুহিবুর রহমান, মিজানুর রহমান, জসিম উদ্দিন, ফজলুল আজিম, মিজানুর রহমান ফরহাদ মিঠু রায়।

উল্লেখ্য- জেলা প্রশাসক নাজিয়া শিরিন গত ২৭ জুন মৌলভীবাজার জেলার ডিসি’র দায়িত্ব বুঝে নেন।  এর আগে তিনি নীলফামারি জেলায় ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০তম বিসিএস ক্যাডার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.