শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ রোজার প্রথম দিন সকাল থেকে কিছুটা গরমের পর বিকালে ঝড়ো হাওয়াসহ এক পশলা বৃষ্টি এসে ভিজিয়েছে রাজধানী ঢাকাকে। ছুটির দিন হওয়ায় রোজার প্রথম দিন হঠাৎ বৃষ্টিতে মানুষকে দুর্ভোগে পড়তে হয়নি; রাস্তাঘাট ফাঁকা ছিল, যানবাহনের চাপও ছিল না।
শুক্রবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া শুরু হয়। এমন বৃষ্টিসহ কালবৈশাখী আরও দুয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।
চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ২-৩টি মৃদু অথবা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়