-মো. জামিল বাসারঃ শিক্ষক শব্দটি শুনলেই শ্রদ্ধা এবং ভক্তিতে মাথা নুইয়ে আসে। শিক্ষকদের অবদানেই আজ আমি অ,আ,ক,খ মিলিয়ে কতো সুন্দর করে শব্দ এবং বাক্য তৈরি করতে পারছি। শিক্ষকরাই জ্ঞানের ফেরিওয়ালা এবং একটি জাতির মূল চালিকা শক্তি। পুরো শিক্ষক সমাজকে সশ্রদ্ধ চিত্তে হাজার কোটি সালাম।
আপনি/আমি কেহই শিক্ষক ছাড়া শিক্ষিত হতে পারিনি। আপনার/আমার সন্তানরা-ও পারছেনা। আপনার/আমার পরবর্তী প্রজন্মও পারবেনা। কিন্তু এই আমরা,সেই শিক্ষকরা কেমন আছে সেটা দেখার কি প্রয়োজনীয়তা অনুভব করেছি? হয়তো যথাযথভাবে করিনি। বাস্তবতা হচ্ছে আমরা ভালো ফল চাইব,কিন্তু গাছের যথাযথ পরিচর্যা করবো না,তাহলে ভালো ফল আশা করা যায় কি?
আপনি/আমি যাদের মাধ্যমে জ্ঞানার্জন করে আজ দেশের প্রধানমন্ত্রী,রাষ্ট্রপতি মন্ত্রী,এমপি,সচিব,উপসচিব,ডিজি ইত্যাদি ইত্যাদি হচ্ছি। আমরা কি শিক্ষকদের সেই অবদান অস্বীকার করতে পারবো? না পারবো না। পুরো জাতিকে জ্ঞান বিলিয়ে দেওয়া শিক্ষকদের জীবন মান উন্নত করার নৈতিক দায়িত্ব আপনার/আমার। আপনি/আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন,সারা দেশের সবচেয়ে কম দূর্নীতি গ্রস্ত একটি পেশা সেটা হলো শিক্ষকতা পেশা, (দু একজন ব্যাতিক্রম থাকতে পারে)
এই শিক্ষকদের বেগম পাড়ায় বাড়ি নেই, এই শিক্ষকদের সুইস ব্যাঙ্কে টাকা নেই,এই শিক্ষকরা বিদেশে টাকা পাচার করেনা। শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে দু’বেলা দুমুঠো ভাত খেয়ে সম্মানের সহিত সামাজিক মর্যাদা নিয়ে বাঁচতে চায় মাত্র। শিক্ষকরা একটি জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আলোকবর্তিকা। শিক্ষকরা ছাড়া একটি রাষ্ট্র বা জাতি কল্পনা করা যায়না। আমার আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে ভালো মানের শিক্ষক খোঁজে বেড়াই,ভালোমানের শিক্ষাঙ্গন খুঁজি। এর মানে হচ্ছে পরবর্তী প্রজন্মকে সুশিক্ষিত সুনাগরিক হিসেবে গড়তে হলেও একমাত্র পন্থা শিক্ষা। অতএব রাষ্ট্রকে দেশের শিক্ষক সমাজ এবং শিক্ষাব্যবস্থা নিয়ে অবিলম্বে ভাবতে বসতে হবে। আসুন শিক্ষকদের জীবন মান উন্নত করত সামাজিক মর্যাদা বৃদ্ধি পূর্বক একটি সুন্দর সমাজ এবং স্মার্ট রাষ্ট্র বিনির্মানে ভূমিকা রাখি।
লেখক, শিক্ষক, ধনবাড়ী টাংগাইল।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়