নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র মুহাম্মদ মুসবীতুল হাসান ফারুকী রাহিব জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৯ এ নোয়াখালীর শ্রেষ্ঠ শিক্ষার্থী ( স্কুল পর্যায়) নির্বাচিত হওয়ায় গতকাল ১০ জুলাই- ২০১৯ নোয়াখালী জেলা শিক্ষা প্রশাসনের আয়োজনে নোয়াখালী জেলা স্কুল অডিটোরিয়ামে সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৯ এর পুরস্কার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক তন্ময় দাস মহোদয় ক্রেস্ট ও সনদ প্রদান করেন। রাহির ২০১৫ খ্রিঃ পঞ্চম শ্রেণি থেকে ট্যালেন্টপুলে বৃত্তি এবং ২০১৮ খ্রিঃ জেএসসিতে জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে সুবর্ণচরস্থ পশ্চিম চর জব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছিম ফারুকী এবং হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা ইয়াছমিনের একমাত্র পুত্র সন্তান। তার পিতা ও মাতা সকলের নিকট সন্তানের উন্নত জীবনের জন্য দোয়া প্রার্থনা করেছেন।