যে পরিবারে ২ সন্তান একজন প্রাথমিকে অন্যজন মাধ্যমিকে, পড়বেন ভোগান্তিতে

মো. আশরাফুল ইসলামঃ ২০২৩ সালের ছুটির তালিকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অন্যান্য পর্যায়ের প্রতিষ্ঠান ২৬ দিন বন্ধ রাখা হয়েছে। অথচ, প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে মাত্র ১৪ দিন! প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী বিশেষ করে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাচ্চারা রোজা রাখে। রোজা অবস্থায় প্রচন্ড রোদ ও গরমের মধ্যে ক্লাসে মনোযোগ দেওয়া শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টকর।

শিক্ষকদের জন্যও শ্রেণি কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত কষ্টের। কেননা রোজা অবস্থায় এমনিতেই শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে, তখন ক্লাসে বাচ্চাদের কোনো কিছু পড়ানো কিংবা বোঝানো সম্ভব হয়ে ওঠে না। রোজা রেখে বাচ্চারাও ক্লাসে তেমন মনোযোগ ধরে রাখতে পারে না। তাছাড়া রমজানে অধিকাংশ শিক্ষার্থী সহীহ শুদ্ধভাবে পবিত্র কোরআন শেখার জন্য মসজিদ, মক্তব কিংবা কারো বাসায় পড়তে যায়। রমজানে যদি স্কুল খোলা থাকে তাহলে শিক্ষার্থীরা এই সুযোগ থেকে বঞ্চিত হবে।

তাছাড়া একই পরিবারে যাদের একাধিক সন্তান রয়েছে তাদের একজন হয়তো মাধ্যমিক বিদ্যালয়ে, অন্যজন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ভিন্ন হওয়ায় সেক্ষেত্রে অনেক পরিবারই ভোগান্তিতে পড়তে পারে।

এমতাবস্থায়, কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কথা বিবেচনা করে পবিত্র মাহে রমজানের পুরো মাস প্রাথমিক বিদ্যালয়ে ছুটি মঞ্জুর করার জন্য কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক, সহকারী শিক্ষক, তাড়াইল, কিশোরগঞ্জ

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়