যে কারনে সাত কলেজে ফল প্রকাশে দেরি যা বললেন সমন্বয়ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের বিভিন্ন বর্ষের ফলাফল দীর্ঘসময় পর প্রকাশ করা প্রসঙ্গে সাত কলেজের সমন্বয়ক ও ইডেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেছেন, বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষা শেষ করতে দীর্ঘসময় ব্যয় হয়। এ কারণেই রেজাল্ট প্রকাশ করতে সময় লেগে যায়।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ৩টার  এ তথ্য জানান।

ফলাফল অটো সমন্বয় হওয়ার কথা থাকলেও তা কেন হচ্ছে না?- এমন প্রশ্নে অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য জানান, সফটওয়্যার আপডেট করার কাজ শেষ হলে দ্রুতই এ সমস্যার সমাধান হবে।

এর আগে, এদিন বেলা ১২টার দিকে ঢাকা কলেজের সামনে সাত দফা দাবিতে বিক্ষোভ করেছে অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে দুপুর সাড়ে ১২টায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সাত কলেজের সমন্বয়কের সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে যান।

শিক্ষার্থীদের দাবি সমূহ হলো,

  • ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিল্ডিং এ সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে।
  • যে সকল শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করার পর জানতে পেরেছে নন-প্রমোটেড তাদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে।
  • বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ও এই সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে, সর্বোচ্চ তিন মাস ( ৯০ দিনের মধ্যে) ফলাফল প্রকাশ করতে হবে।
  • সাত কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে অভিভাবক কে বা কারা ? কোথায় তাদের সমস্যাসমূহ উপস্থাপন করবে তা ঠিক করে দিতে হবে।
  • একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
  • শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
  • সকল বিষয়ে পাশ করার পরেও একজন শিক্ষার্থী সিজিপিএ শর্তের জন্য নন প্রমোটেড হচ্ছেন৷ সিজিপিএ শর্ত শিথিল করতে হবে৷

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৫/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়