কে.এম.শামীম , জেলা প্রতিবেদক, টাংগাইলঃ জেলার ভূঞাপুর উপজেলায় যুমনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার উপজেলার কষ্টা পাড়া গ্রামের ৫/৬ জন সহপাঠী মিলে যুমনায় গোসল করতে নামে এই দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়।
জানা গেছে, ৫/৬ জন সহপাঠীর মধ্যে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেনীর ছাত্র সুভাষ পালের ছেলে সুজয় পাল( ১৫) স্রোতের টানে পানির ঘূর্ণিপাকে পড়ে যায়।তাকে উদ্ধারের জন্য তার চাচাত ভাই একই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রন্জিত পালের ছেলে লিখন পাল(১১) এগিয়ে যায়। একে অপরকে জড়িয়ে ধরলে কেই তীরে উঠতে সক্ষম হয়নি। এসময় সহপাঠিদের চিৎকারে স্হানীয়রা এসে চেতনাহীন অবস্থায় উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিতস্ক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো.ফরিদুল ইসলাম ঘঠনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়