নিজস্ব প্রতিবেদক।।
কিশোরগঞ্জ জেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হলেন মোঃ আব্দুল মজিদ। শনিবার (২০ মে) এ ফলাফল ঘোষণা করা হয়।
জানা যায়, মোঃ আব্দুল মজিদ তাড়াইল উপজেলার ঐতিহ্যবাহী দাউদপুর বানাইল সিনিয়র মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক । তিনি জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ-২০২২ এর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের মাস্টার ট্রেইনার হিসাবে দায়িত্ব পালন করছেন এবং মাউশি কর্তৃক পরিচালিত ICT Project-ll এর মাস্টার ট্রেইনার হিসেবে HSTTI Mymensignh এ দায়িত্ব পালন করছেন। তিনি ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক হিসাবেও দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, তিনি ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২২ এবং ২০২৩ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ।