নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন (১ম সংশোধিত) সংক্রান্ত প্রকল্প”র আওতায় শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে প্রশিক্ষণার্থীর তালিকা প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
বুধবার প্রকাশিত মাদরাসা অধিদপ্তরের পরিচালক জিয়াউল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন “নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন (১ম সংশোধিত) সংক্রান্ত প্রকল্প”র আওতায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর-এ (শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা) ২৫/০৫/২০২৩ তারিখ থেকে ০৬/০৬/২০২৩ তারিখ পর্যন্ত প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ৪০ জন প্রশিক্ষণার্থীর তালিকা অনুমোদনের জন্য অত্র অধিদপ্তরে প্রেরণ করেছেন।
প্রকল্প পরিচালক কর্তৃক প্রেরিত ৪০ জন প্রশিক্ষণার্থীর তালিকা নিম্নোক্ত শর্তসাপেক্ষে নির্দেশক্রমে অনুমোদন করা হলো।
(ক) তালিকায় প্রশিক্ষণার্থীর নাম যেন পুনরাবৃত্তি (Repeatation) না হয় তা নিশ্চিত করতে হবে;
(খ) প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থীগণের তালিকা আবশ্যিকভাবে MEMIS সফটওয়্যারের ডাটাবেইজে এন্ট্রি নিশ্চিত করতে হবে। ব্যত্যয় ঘটলে প্রকল্প পরিচালক দায়ী থাকবেন
(গ) মনোনীত শিক্ষকগণের মধ্যে অনুপস্থিতির তালিকা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের স্মারক নং: ৫৭.২৫.০০০০.০০৬,০৯,০০১, ২১.৩৫; তারিখ: ২০/০৫/২০২১ খ্রি.-এ বর্ণিত ছকে কোর্স সমাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে Compliance Report প্রেরণ করতে হবে এবং একই সাথে পরবর্তী কোর্স শুরু হওয়ার পূর্বে MEMIS সফটওয়্যারের ডাটাবেইজে এন্ট্রির তথ্য প্রেরণ করতে হবে:
(ঘ) প্রয়োজনে মোবাইলে/ব্যক্তিগতভাবে যোগাযোগপূর্বক প্রেরিত তালিকা অনুযায়ী সকল প্রশিক্ষণার্থীর উপস্থিতি নিশ্চিত করতে হবে:
(ঙ) যুক্তিসংগত ও গ্রহণযোগ্য কারণ ব্যতীত মনোনীত শিক্ষকগণ প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে তা প্রতিষ্ঠান প্রধানের অসদাচরণ হিসেবে বিবেচিত হবে;
(চ) প্রশিক্ষণ কোর্স পরিচালনার ক্ষেত্রে সরকারি বিধিবিধানসমূহ প্রতিপালন করতে হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়