বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান আব্বাস উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর আব্বাস উদ্দিন খান। তিনি বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। এর আগে বরিশাল বিএম কলেজেও কর্মরত ছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে এই সংক্রান্তে একটি প্রজ্ঞাপন জারি করে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক মো. আব্বাস উদ্দিন খানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে বদল/পদায়ন করা হলো।

জানা গেছে, তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতনভাতা পাবেন। পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়িভাড়া গ্রহণ করতে পারবেন না। তিনি বোর্ড কর্তৃপক্ষের বিধি অনুযায়ী লিভ স্যালারি ও পেনশনের চাঁদা দেবেস। সরকারের বিধিবিধান অনুযায়ী তার চাকরি নিয়ন্ত্রিত হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৩/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়