ববির হলে অতিরিক্ত ফি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শেরে বাংলা হলে এককালীন অতিরিক্ত হল ফি ধার্য করায় অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। নতুন আসন বরাদ্দকৃতদের হলে প্রথমে আবাসিক হওয়ার জন্য একজন শিক্ষার্থীকে গুণতে হচ্ছে ছয় হাজারের বেশি টাকা৷ ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি সামনে রেখে এককালীন এত টাকা হল ফি এখন শিক্ষার্থীদের গলার কাটা।

গত ১৯ মার্চ (রোববার) আবেদনকৃত শিক্ষার্থীদের আসন বরাদ্দ দেওয়া হয়। এক নোটিশে বরাদ্দকৃত শিক্ষার্থীদের আগামী ২০ মার্চ থেকে ২৮ মার্চের মধ্য হলফি পরিশোধের জন্য বলা হয়েছে। সেখানে হল সিট ভাড়া দ্বৈতবাসিক ১৫ মাসের জন্য দুই হাজার ২৫০ টাকা, হল সংস্থাপন ফি এক হাজার টাকা, হল জামানত ফি ফেরতযোগ্য এককালীন এক হাজার টাকাসহ অন্যান্য ফি বাবদ মোট ৬ হাজার ৯৬ টাকা।

এর আগে শেরে বাংলা হলে এ বছরের ফেব্রুয়ারির ১৫ তারিখে নতুন আসনে বরাদ্দকৃত শিক্ষার্থীদের জন্য ১ বছরের হল ফি ধার্য করা হয় ৪ হাজার ৯৩০ টাকা। পাশাপাশি অবস্থিত বঙ্গবন্ধু হলে প্রথমে একজন শিক্ষার্থীকে আবাসিক হওয়ার জন্য ছয় মাসে পরিশোধ করতে হয় ৩ হাজার ৩৯০টাকা। কিন্তু এবার একসঙ্গে ১৫ মাসের ফি ধার্য করায় ক্ষুব্ধ আসন পাওয়া শিক্ষার্থীরা।

রসায়ন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী আব্দুল মোমিন বলেন, হলে সিট দেওয়া হয় আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের। একজন অসচ্ছল শিক্ষার্থীর পক্ষে কীভাবে এতটাকা দেওয়া সম্ভব? হলের আবেদনপত্র দেওয়ার সময় ঘোষণা দিতে পারত যারা ছয় হাজার টাকা দিতে পারবে তারা আবেদন করবে বাকিদের আবেদন করার প্রয়োজন নেই। এক সপ্তাহ আগে ফর্মফিলাপ করেছি দুই হাজার টাকায় এখন ২৮ তারিখের মধ্যে কীভাবে এতটাকা দিব?

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, শেরেবাংলা হলে উঠতে ছয় হাজার ৯৬টাকা দিতে হয়েছে, যা রীতিমতো একজন ছাত্রের কাছে বোঝাস্বরূপ। বর্তমানে প্রত্যেক ছাত্রদের জন্য এতটাকা জমা দেওয়া খুবই কঠিন হয়ে উঠেছে। কারণ বাইরে থাকতে গেলেও একসঙ্গে এত টাকা দেওয়া লাগত না। এই দিকগুলো বিবেচনা করে হল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দরকার বলে আমি মনে করি।

অতিরিক্ত হল ফি সম্পর্কে জানতে চাইলে শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন, সাধারণত আমরা এক বছরের টাকা নিই। কিন্তু, এখন যেহেতু মার্চ মাস, আর আমরা হিসেব করি জুন মাস থেকে, তাই আগামী জুন (১৫) মাস পর্যন্ত সমতা বজায় রাখার জন্য ও হিসেব রাখার সুবিধার্থে এই তিন মাসের টাকা একসঙ্গে নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, কোনো শিক্ষার্থীর হল ফি দিতে সমস্যা হলে শেরে বাংলা হলের প্রভোস্ট অফিসে যোগাযোগ করার জন্য বলা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়