নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বগুড়ায় পুরোনো প্রাচীর ভেঙে আইনুল হক (৫৫) নামের এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। এঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের কলোনি চকফরিদ এলাকার জামিল মাদরাসার দক্ষিণপাশের প্রাচীর ভেঙে এ ঘটনা ঘটে।
বগুড়া বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আইনুল হক সিরাজগঞ্জ জেলা সদরের চর নান্দিনা এলাকার মৃত মনছের শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বগুড়া জামিল মাদরাসায় নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
আহতরা হলেন- বগুড়া জামিল মাদরাসার মক্তব বিভাগে শিক্ষার্থী হামিম তালুকদার (১১) ও মিফতাহুল ইসলাম (৮), এক শিক্ষার্থীর মা মুক্তা (৪০) ও অজ্ঞাত ভাঙারিওয়ালা (৩৫)।
বগুড়া জামিল মাদরাসার শিক্ষক আব্দুল মান্নান ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার পর এক ভাঙারিওয়ালা কলোনি চকফরিদ এলাকায় জামিল মাদরাসার দক্ষিণ গেটে আসে ভ্যান নিয়ে ভাঙা জিনিসপত্র কিনতে। এসময় ভাঙারিওয়ালা পুরোনো প্রাচীর বেয়ে উঠার চেষ্টা করে। প্রায় ৬/৭ ফিট উঁচু প্রাচীরটি ভেঙে পড়লে সেখানে উপস্থিত নৈশপ্রহরী আইনুল হকসহ আহতরা তার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই নৈশপ্রহরী আইনুল হকে মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বগুড়ার বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তারিকুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত যায়। প্রাচীর ভেঙে ঘটনাস্থলে নিহত নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়। এঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়