নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর পূর্ব রামপুরায় ঘুড়ি ওড়াতে গিয়ে ৮তলা ভবনের ছাদ থেকে পড়ে রাফসান (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে পূর্ব রামপুরা পুরাতন পুলিশ ফাঁড়ির পাশের একটি বাড়িতে এই ঘটনাটি ঘটে।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, রাফসান পরিবারের সাথে ওই বাসায় থাকতো। শুক্রবার বিকেলে ছাদে ঘুড়ি ওড়াতে যায়। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ওই বাসার নিচতলা থেকে মৃত দেহটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়। রাফসান স্থানীয় একটি মাদ্রাসায় হাফেজি বিভাগে পড়তো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়