খোকসায় বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত

কুষ্টিয়াঃ জেলার খোকসা উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের উপজেলার বিলজানি বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে খোকসা থানা পুলিশ নিশ্চিত করে।

নিহত দুই কলেজ ছাত্র হলেন কুমারখালী উপজেলার চরভবানীপুর গ্রামের বাসিন্দা ইফাদ আলীর ছেলে আবু মুসা (১৯) এবং খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের বাসিন্দা আবু বক্কারের ছেলে পারভেজ হোসেন (১৮)।

নিহত দুজনই খোকসা উপজেলার সোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষ মানবিক বিভাগের শিক্ষার্থী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার দুপুরে কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া রাজবাড়ীগামী যাত্রীবাহী একটি বাস চলন্ত অবস্থায় দুই আরোহীসহ মোটরসাইকেলটিকে পেছন দিক দিয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুজন ছিটকে রাস্তায় পড়ে যায়; এ সময় নিয়ন্ত্রণহীন বাসটি তাদের ওপর দিয়ে চলে যাওয়ায় চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহত দুই কলেজ শিক্ষার্থী শিমুলিয়া ইউটিউব ভিলেজের দিকে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খোকসা থানার ওসি পুলিশ পরিদর্শক মোস্তফা হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তবে দুঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় চালককে আটক করতে পারেনি পুলিশ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৫/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়