এসএসসি পরীক্ষা প্রস্তুতি

মো. আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক

 ‘সুভা’ অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত কেন?

ক) প্রতিবন্ধিতা ঘোচানোর জন্য

খ) মা-বাবাকে সন্তুষ্ট করার জন্য

গ) প্রতাপকে আশ্চর্যান্বিত করার জন্য

ঘ) জলকুমারী হওয়ার জন্য

২. গ-দেশ শব্দের অর্থ-

ক) গলা খ) গাল

গ) হাত ঘ) ঘাড়

৩. কোন সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত?

ক) সাহিত্যচর্চা লাইব্রেরি ছাড়া চলে না

খ) লাইব্রেরি হচ্ছে এক রকম মনের হাসপাতাল

গ) পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়

ঘ) ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়

৪. লেখক গঙ্গাস্নানের সমতুল্য বিবেচনা করেছেন কোনটিকে?

ক) লাইব্রেরি প্রতিষ্ঠাকে

খ) সাহিত্যচর্চাকে

গ) হাসপাতাল প্রতিষ্ঠাকে

ঘ) উচ্চশিক্ষা গ্রহণ করাকে

৫। উপেক্ষিত শক্তির উদ্বোধন না হওয়ার কারণ-

i. ভদ্র সম্প্রদায়ের অত্যাচার

ii. ছোটলোক বলে অবহেলা

iii. মহাত্মা গান্ধীর মৃত্যু

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

৬। ‘যুগবাণী’ কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

ক) প্রবন্ধগ্রন্থ খ) কাব্যগ্রন্থ

গ) উপন্যাস ঘ) শিশুতোষ গ্রন্থ

৭। মানুষ অনুভূতির জগতে ফতুর হয়ে পড়ে কেন?

ক) শিক্ষার অভাবে খ) লোভের কারণে

গ) বিশৃঙ্খল সমাজব্যবস্থার কারণে ঘ) অন্ন-বস্ত্রের চিন্তায়

৮।

মুক্তির জন্য প্রয়োজন-
i. চিন্তার স্বাধীনতা ii. বুদ্ধির স্বাধীনতা

iii. আত্মপ্রকাশের স্বাধীনতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

৯। আবদুর রহমানের উচ্চতা কত ছিল?

ক) ছয় ফুট চার ইঞ্চি

খ) ছয় ফুট দুই ইঞ্চি

গ) ছয় ফুট তিন ইঞ্চি

ঘ) ছয় ফুট পাঁচ ইঞ্চি

১০. ‘পানশির’ কোথায় অবস্থিত?

ক) দক্ষিণ-আফগানিস্তান

খ) পূর্ব-আফগানিস্তান

গ) উত্তর-আফগানিস্তান

ঘ) পশ্চিম-আফগানিস্তান