মোঃ রবিউল, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদকঃ জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নে অবস্থিত উথরাইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এরশাদুল হক টুলু।
সোমবার (২৭ মার্চ) দুপুরে উথরাইল উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, সোমবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাধারণ অভিভাবক সদস্য প্রতিনিধি রুহুল আমিন, এসএম হাসান ইমাম, বিদ্যুৎ হোসেন মুক্তার, সংরক্ষিত মহিলা সদস্য নিপা বানু ও সাধারণ শিক্ষক প্রতিনিধি মোকছেদ আলী, রায়হান আলী, সংরক্ষিত মহিলা শিক্ষক সারমিন নাহার উপস্থিত ছিলেন। সভা শেষে সকলের সম্মতিক্রমে সিলেকশনের মাধ্যমে এরশাদুল হক টুলুকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়