উদ্দেশ্য প্রশিক্ষণ ভাতা: শিক্ষক না হয়েও প্রশিক্ষণে অফিস সহকারীর স্ত্রী
বরিশালঃ জেলার আগৈলঝাড়ায় ৪২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪শ ৬০ জনের শিক্ষকের ৭ দিনব্যাপী নতুন কারিকুলাম বিস্তারবিষয়ক বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শনিবার থেকে শুরু হয়েছে। ওই প্রশিক্ষণে ভাতা হিসেবে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে শিক্ষক না হয়ে প্রশিক্ষণে অংশ নিয়েছে মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মন্টু লাল অধিকারীর স্ত্রী মালা রানী অধিকারী।
একাধিক সূত্রে জানা গেছে, সরকারের শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের নতুন নিয়মের কারিকুলামের ওপর দেশব্যাপী মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪শ ৬০ জন শিক্ষকদের ৩২ জন শিক্ষক প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষণ দেওয়া শিক্ষকদের এর পূর্বে জেলা থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মন্টু লাল অধিকারীর স্ত্রী মালা রানী অধিকারী।
শিক্ষক না হয়েও ওই প্রশিক্ষণে অংশ নিতে রাজিহার ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি জেমস মৃদুল হালদারের কাছ থেকে তার স্বাক্ষরিত ছাড়পত্র আনা হয়েছে। তবে সরজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে হাজিরা খাতায় মালা রানী অধিকারী নামে কোন শিক্ষকের সন্ধান পাওয়া যায়নি।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিন সাংবাদিকদের বলেন, এ রকম ঘটনা ঘটলে খতিয়ে দেখে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়