পিস্তলসহ ছাত্রলীগ নেতা আটক

শুক্রবার বিকালে বরগুনার নিশানবাড়িয়া খেয়াঘাট এলাকা থেকে পিস্তলসহ সাকিবুল হাসান নয়ন নামের ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

নয়ন নলটোনা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সে ১০ নং নলটোনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ জালাল মিয়ার ছেলে।

বাবুগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

নয়নের বিরুদ্ধে পল্লবী থানায় চুরির ঘটনায় মামলা আছে। ওই মামলার তদন্ত কর্মকর্তা ফাঁরি পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.