এইমাত্র পাওয়া

কম্পিউটারের দোকানে মিললো জাল সার্টিফিকেট ও এমপির সুপারিশপত্র

কিশোরগঞ্জ শহরের একটি কম্পিউটার দোকানে শিক্ষাবোর্ড ও বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি করার অভিযোগে দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকার ডিজিটাল লিংক নামের ওই কম্পিউটার দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম খোদাদাদ হোসেন।

গোয়েন্দা সংস্থার এনএসআই’য়ের কাছ থেকে সার্টিফিকেট জালিয়াতির তথ্য পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিক্ষাবোর্ড ও বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি করে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ওই কম্পিউটার দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীর মূল সনদের জাল সার্টিফিকেট পাওয়া যায়।

এছাড়াও দোকানের কম্পিউটারে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির সিলমোহরযুক্ত সুপারিশপত্র পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত কম্পিউটার দোকানের মালিক শহরের মনিপুরঘাট এলাকার আবদুল হাইয়ের ছেলে আল ফয়সাল (৩৬)কে ২০ হাজার টাকা জরিমানা এবং কম্পিউটারের হার্ডডিস্ক জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম খোদাদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.