এইমাত্র পাওয়া

ঠাকুরগাঁওয়ে ‘গুজব’ বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা

মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও প্রতিনিধি ।।
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের নির্দেশে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশের ‘গুজব’ বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান, পিপিএম-সেবা, এর নির্দেশে গুজবে কান দিবেন না, গুজব ছড়াবেন না বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা করা হয়েছে।

বুধবার সকাল ১১ টার দিকে ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান, পিপিএম-সেবা, ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ছাত্র ও শিক্ষকদের সাথে গুজব বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা করেন।

এসময় পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান বলেন, গুজবে কান দিবেন না, গুজব ছড়াবেন না, ছেলে ধরা ও আগামী কয়েক দিন বিদ্যুৎ সংযোগ থাকবে না এই ধরণের গুজব ছড়ানোর একটা অপচেষ্টা চলছে। এই ধরণের গুজব যারা ছড়াচ্ছে তাদেরকে নিকটস্থ থানার পুলিশকে ধরিয়ে দিন।

অপরদিকে বুধবার দুপরের ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার আল-আসাদ মোহাঃ মাহফুজুল ইসলাম ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ও শিক্ষকদের সাথে গুজব বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা করেন ।

এসময় আল-আসাদ মোহাঃ মাহফুজুল ইসলাম শিক্ষার্থীদের ঠাকুরগাঁও পুলিশের কয়েকটি মোবাইল নাম্বার দিয়ে বলেন, ছেলে ধরা গুজব ও আগামী কয়েক দিন বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে এই ধরণের গুজব ছড়ানোর একটা অপচেষ্টা চলছে। এই ধরণের কোন গুজব যারা ছড়াচ্ছে এবং কোথাও কোন নারী উত্ত্যক্ত করার ঘটনা দেখতে পেলে ও জানতে পারলে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিন। ‘ছেলে ধরা নিছকই গুজবে’ কান না দেওয়ার আহবান জানান তিনি।

ঠাকুরগাঁও পুলিশের কয়েকটি মোবাইল নাম্বারঃ ০১৭১৩-৩৭৩৯৮৩, ০১৭১৩-৩৭৩৯৮৫, ০১৭১৩-৩৭৩৯৮১, ০১৭১৩-৩৭৩৯৮০।
এসময় গুজবের বিরুদ্ধে ঠাকুরগাঁও পুলিশসহ গুজবের বিরুদ্ধে শিক্ষার্থীরা ও ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষসহ সকল শিক্ষার্থীবৃন্দ দৃঢ় প্রত্যয়ী হয়।

এভাবে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার স্কুল,কলেজ ও মাদ্রাসায় জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা গুজব বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.