সোহানুল হক পারভেজ,তানোর(রাজশাহী)ঃ রাজশাহীর তানোরে বর্ষা মৌসুমের শুরুতেই মাত্র কয়েক দিনের টানা বর্ষণে অধিকাংশ সড়ক বিপর্যস্ত ও যান চলাচলে প্রায় অনুপোযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এসব সড়ক সংস্কার না করায় আবার কিছু সংস্কার করা হলেও তা নিম্নমাণের কারণে অল্প দিনেই খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে এসব সড়কে চলাচল করতে গিয়ে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অধিকাংশ সড়কে জলাধার, খানাখন্দে ভরা গর্ত, ইটের সুরকি দিয়ে গর্ত ভরাট, পিচ ছাড়া ও পিচ উঠে যাওয়ায় বেহাল অবস্থায় দৃশ্যমান এমনকি কোথাও কোথাও দেখে বোঝার উপায় নাই এসব সড়ক এক সময় পাকা করা হয়েছিল। অধিকাংশক্ষেত্রে সড়কগুলো এখন না পাকা না কাঁচা এই অবস্থায় রয়েছে। ফলে এসব সড়ক এখন সাধারণের কাছে উন্নয়নের দুর্ভোগ বলে বিবেচিত হচ্ছে।
স্থানীয়রা জানান, আজিজপুর-ভালুকান্দর প্রায় ৬ কিলোমিটার, কলমা-বিলী প্রায় ৫ কিলোমিটার, মুন্ডুমালা-আমনূরা প্রায় ৮ কিলোমিটার,পাচন্দর-ইলামদহী ৮ কিলোমিটার, আইড়্যা-বিলী প্রায় ১৫ কিলোমিটার, উচাডাঙ্গা-গোয়ালপাড়া প্রায় ৫ কিলোমিটার, জুমারপাড়া-ঝিনাখৈর প্রায় ৩ কিলোমিটার, দেবীপুর-নারায়নপুর প্রায় ৫ কিলোমিটার, দেবীপুর-মোহর-সরণজাই প্রায় ৫ কিলোমিটার. তালন্দ-ইলামদহী প্রায় ৮ কিলোমিটার ও আমশো-মোহর প্রায় ৩ কিলোমিটার সড়ক অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ছাড়াও তানোর-আমনুরা ও তানোর-বায়া সড়কের বাগধানী, দুয়ারী, লবন্যাতলা, দেবীপুর, কাউন্সিল মোড় এলাকায় ২টি সেতু ও ৫টি কালভ্রাট (অপ্রশস্ত) ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে তানোর-আমনূরা প্রায় ২০ কিলোমিটার প্রশস্ত সড়কে সরু কালভ্রাট দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে উঠেছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোরে পাকা সড়ক রয়েছে প্রায় ২৮০ কিলোমিটার এর মধ্যে উপজেলা সড়ক প্রায় ১৬০ কিলোমিটার, ইউনিয়ন সড়ক প্রায় ৩৭ কিলোমিটার, গ্রামীণ-এ সড়ক ৩৪ কিলোমিটার, গ্রামীণ-বি সড়ক ৬ কিলোমিটার এবং বিএমডিএ’র প্রায় ৩০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। তবে অধিকাংশ সড়কের বেহাল দশা, যান চলাচলের প্রায় অযোগ্য কোথাও ফাটল ধরেছে, কোথাও পিচ উঠে মাটি বের হয়েছে, দেখে বোঝার উপায় নেই যে সড়কগুলো এক সময় পাকা ছিল। উপজেলাবাসী দ্রুত এসব সড়ক ও সেতু-কালভ্রাট সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আব্দুলাহ আল-মামুন জনগণের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, আমরা সড়কগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলেই সংস্কার কাজ সম্পন্ন করা হবে। তিনি বলেন, ইতমধ্যে বেশিরভাগ সড়ক মেরামত করা হয়েছে এছাড়াও বর্তমান সরকারের সময়ে অনেক নতুন সড়ক নির্মাণ করা হয়েছে।#
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.