এইমাত্র পাওয়া

‘ইরাব’ এর সভাপতি মুসতাক আহমেদ ও সাধারন সম্পাদক নিজামুল হক

এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন যুগান্তরের সিনিয়র রিপোর্টার মুসতাক আহমেদ ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার নিজামুল হক।

গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে ইরাবে’র বার্ষিক সাধারন সভায় (এজিএম) ২০১৯-২০ মেয়াদের ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হন।

এজিএমে বিদায়ী সাধারন সম্পাদক দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। যা সর্বসম্মতিক্রমে পাস হয়। এছাড়াও সভায় বার্ষিক আর্থিক ও সংগঠনের গণতন্ত্রের চূড়ান্ত অনুমোদন করা হয়।

কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন-সহসভাপতি এম মামুন হোসেন (সময়ের আলো), যুগ্ম-সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য (বাংলাদেশের খবর), কোষাধ্যক্ষ শরীফুল আলম সুমন (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক এম এম জসিম (দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড), দপ্তর সম্পাদক এম এইচ রবিন (আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক রশিদ আল র“হানী (দেশ রূপান্তর), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হার“ন উর রশিদ (দ্যা ইনডিপেনডেন্ট), তথ্য প্রযুক্তি, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজিউর রহমান সোহেল (ভোরের ডাক)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে সাব্বির নেওয়াজ (সমকাল), মো. নূর“জ্জামান মামুন (আজকালের খবর) এবং ইসমাইল হোসেন (বাংলা নিউজ) নির্বাচিত হয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.