মো: হায়দার আলী, গোদাগাড়ী (রাজশাহী) : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে কলেজ গুলোতে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১১ জন। গত বছর এ সংখ্যা ছিল ৫ জনে। গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজ থেকে ৫ জন, গোদাগাড়ী সরকারী কলেজ থেকে ৩ জন, রাজাবাড়ী ডিগ্রী কলেজ থেকে ১ জন, মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজ থেকে ১ জন, কাঁকন মহাবিদ্যালয় থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে।
রাজশাহী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফল ৭৬ দশমিক ৩৮ ভাগ হলেও গোদাগাড়ীর অনেক কলেজ এ ফলাফলের তলানীতে অবস্থান করছে।
গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজ থেকে ১৭৬ জন পরীক্ষা পাস করেছে ১৫৫জন, পাসের হার ৮৮ দশমিক ০৭ ভাগ জিপিএ-৫ পেয়েছে ৫ জন। বিজ্ঞান বিভাগে ৪৮ জন পরীক্ষা দিয়ে ৪৫ জন পাস করেছে, ফেল করেছে ৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৫ জন। মানবিক বিভাগে ১০৮ জন পরীক্ষা দিয়ে ৮৯ পাস করেছে, ফেল করেছে ১৯ জন, বানিজ্য বিভাগে ২৩ জন পরীক্ষা দিয়ে ২১ জন পাস করেছে, ফেল করেছে ০২ জন।
বিশ্বনাথপুর স্কুল এন্ড কলেজ থেকে ৪৩ জন পরীক্ষা দিয়ে ৩৬ জন পাস করেছে, পাসের হার ৮৩ দশমিক ৭২ ভাগ। বিজ্ঞান বিভাগ থেকে ৫ জন পরীক্ষা দিয়ে ৫ জন পাস করেছে, ফেল করেছে ০০ জন। মানবিক বিভাগ থেকে ৩৩ জন পরীক্ষা দিয়ে ২৮ জন পাস করেছে, ফেল করেছে ০৫ জন, বানিজ্য বিভাগে ৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩ জন, ফেল করেছে ২ জন। গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ থেকে কলেজ থেকে ১৮০ জন পরীক্ষা দিয়ে ১৩৯ জন পাস করেছে পাসের হার ৭৭ দশমিক ২২ ভাগ। কেউ জিপিএ-৫ পাইনি। বিজ্ঞান বিভাগে ৫০ জন পরীক্ষা দিয়ে ৩৭ জন পাস করেছে, ফেল করেছে ১৩ জন, মানবিক বিভাগে ১১৪ জন পরীক্ষা দিয়ে ৮২ পাস করেছে, ফেল করেছে ৩২ জন, বানিজ্য বিভাগে ২০ জন পরীক্ষা দিয়ে ২০ জন পাস করেছে, ফেল করেছে ০০। প্রেমতলী ডিগ্রী কলেজ থেকে ২৫৩ জন পরীক্ষা দিয়ে ১৯৩ জন পাস করেছে পাসের হার ৭৬ দশমিক ২৮ ভাগ। বিজ্ঞান বিভাগে ৪৪ জন পরীক্ষা দিয়ে ৩৬ জন পাস করেছে, ফেল করেছে ৮ জন, মানবিক বিভাগে ১৪০ জন পরীক্ষা দিয়ে ১০০ পাস করেছে, ফেল করেছে ৪০ জন, বানিজ্য বিভাগে ৭০ জন পরীক্ষা দিয়ে ৫৭ জন পাস করেছে, ফেল করেছে ১৩ জন। গুলগফুর স্কুল এন্ড কলেজ থেকে ৬৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৫০ জন, পাসের হার ৭৫ দশমিক ৭৬ ভাগ। কেউ জিপিএ-৫ পায়নি। বিজ্ঞান বিভাগে ০৭ জন পরীক্ষা দিয়ে ০৫ জন পাস করেছে, ফেল করেছে ০২ জন, মানবিক বিভাগে ৬০ জন পরীক্ষা দিয়ে ৪৫ পাস করেছে, ফেল করেছে ১৫ জন ।
পাকড়ী মহাবিদ্যালয় থেকে ৮৪ জন পরীক্ষা দিয়ে ৬৩ জন পাস করেছে, ফেল করেছে, ২১ জন ফেল করেছে পাসের হার ৭৫ দশমিক শূন্য ভাগ । বিজ্ঞান বিভাগে ৬ জন পরীক্ষা দিয়ে ৬ জনই পাস করেছে। বানিজ্য বিভাগে ৮ জন পরীক্ষা দিয়ে ৭ জন পাস করেছে এবং ফেল করেছে ১ জন। মানবিক বিভাগে ৬৫ জন পরীক্ষা দিয়ে ৪৮ জন পাস করেছে এবং ফেল করেছে ১৭ জন। কাঁকনহাট ডিগ্রী কলেজ থেকে থেকে কলেজ থেকে ১৭৩ জন পরীক্ষা দিয়ে ১২৭ জন পাস করেছে পাসের হার ৭৩ দশমিক ৪১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ জন। বিজ্ঞান বিভাগে ১৯ জন পরীক্ষা দিয়ে ১৬ জন পাস করেছে, ফেল করেছে ০১ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন। মানবিক বিভাগে ১৩৯ জন পরীক্ষা দিয়ে ৯৭জন পাস করেছে, ফেল করেছে ৪২ জন, বানিজ্য বিভাগে ১৭ জন পরীক্ষা দিয়ে ১৪ জন পাস করেছে, ফেল করেছে ০৩ জন । রাজাবাড়ী ডিগ্রী কলেজ থেকে ১৯৩ জন পরীক্ষা দিয়ে ১জন জিপিএ-৫ সহ পাস করেছে ১২২ জন পসের হার ৬৩ দশমিক ২১ ভাগ। বিজ্ঞান বিভাগে ০৮ জন পরীক্ষা দিয়ে ০৬ জন পাস করেছে, ফেল করেছে ০২ জন, মানবিক বিভাগে ১৫১ জন পরীক্ষা দিয়ে ৯৩ পাস করেছে, ফেল করেছে ৫৮ জন, বানিজ্য বিভাগে ৪১ জন পরীক্ষা দিয়ে ২৭ জন পাস করেছে, ফেল করেছে ১৪ জন।
জাতীয় করণ ঘোষিত গোদাগাড়ী উপজেলা সর্বচ্চ বিদ্যাপীট গোদাগাড়ী কলেজ থেকে ৪৯৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩১৭ জন। পাসের হার ৬৩ দশমিক ৯১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ০৩ জন। বিজ্ঞান বিভাগে ১০৮ জন পরীক্ষা দিয়ে ৫৭ জন পাস করেছে, ফেল করেছে ৫১ জন, মানবিক বিভাগে ২৯৮ জন পরীক্ষা দিয়ে ১৮৫ পাস করেছে, ফেল করেছে ১১৩ জন, বানিজ্য বিভাগে ১০৯ জন পরীক্ষা দিয়ে ৭৫ জন পাস করেছে, ফেল করেছে ৩৪ জন। পলপুর ধরমপুর কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ৭১ জন পাস করেছে ৪৫। পাসের হার ৬৩ দশমিক ৩৮ ভাগ। বানিজ্য বিভাগে ০৪ চার জন পরীক্ষা দিয়ে পাস করেছে ০৩ জন ফেল করেছে ০১ জন। মানবিক বিভাগে ৬৩ জন পরীক্ষা দিয়ে ৩৭ জন পাস করেছে, ফেল করেছে ২৬ জন। বিজ্ঞান বিভাগে ০৫ জন পরীক্ষা দিয়ে ০৫ জনই পাস করেছে ।
মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজ থেকে ১৫৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৯৬ জন। পাসের হার ৬০ দশমিক ৭৬ ভাগ। বিজ্ঞান বিভাগে ২৪ জন পরীক্ষা দিয়ে ২০ জন পাস করেছে, ফেল করেছে ০৪ জন, মানবিক বিভাগে ১১৬ জন পরীক্ষা দিয়ে ৬৫ পাস করেছে, ফেল করেছে ৫১ জন, বানিজ্য বিভাগে ২৫ জন পরীক্ষা দিয়ে ১১ জন পাস করেছে, ফেল করেছে ১৪ জন।
চব্বিশ নগর স্কুল এন্ড কলেজ থেকে থেকে ১৯২ জন পরীক্ষা দিয়ে ১৪৬ জন পাস করেছে পাসের হার ৭৬ দশমিক ০৪ ভাগ। কেউ জিপিএ-৫ পাইনি। বিজ্ঞান বিভাগে ১৭ জন পরীক্ষা দিয়ে ১৫ জন পাস করেছে, ফেল করেছে ০২ জন, মানবিক বিভাগে ১৬৬ জন পরীক্ষা দিয়ে ১১৯ পাস করেছে, ফেল করেছে ৪৭ জন, বানিজ্য বিভাগে ১৩ জন পরীক্ষা দিয়ে ১২ জন পাস করেছে, ফেল করেছে ০১ জন ।
গোগ্রাম স্কুল এন্ড কলেজ থেকে ৪৭ জন পরীক্ষা দিয়ে ২৫ জন পাস করেছে, ফেল করেছে, ২২ জন ফেল করেছে, পাসের হার ৫৩ দশমিক ১৯ ভাগ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: দুলাল আলম বলেন, ফলাফল ভাল হয়েছে তবে শিক্ষার্থীদের কলেজ মূখী করতে হবে, ৬ ঘন্টা পাঠদান, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করতে হবে। ডিজিটাল কন্টেন্ট তৈরী করে ক্লাস নিয়ে আপলোড দিলে পাবলিক পরীক্ষার ফলাফল আরও ভাল হবে।
রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: সেলীম রেজা বলেন, আমাদেও কলেজে অন্যান্য কলেজের মত শিক্ষকদের কথিত অফ ডে নাই । আর এটা কোন সরকারী বিধানে নেই, প্রতিদিন ৬ ঘন্টা করে প্রতিষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিত থাকা সরকারী বিধান। অন্যান্য কলেজ শিক্ষকদের অফ ডে দেন তাই আমি চাপে আছি । ডিজিটাল কন্টেন্ট তৈরী করে শিক্ষকগণ ক্লাস নিচ্ছেন। পাবলিক পরীক্ষার ফলাফলে অফ ডের প্রভাব পড়ে, ফলাফল খারাপ হয়।। প্রতিষ্ঠান ও শিক্ষকদের উদ্ধোর্তন কতৃপক্ষ মনিটারিং জোরদার করলে পাবলিক পরীক্ষার ফলাফল ভাল হবে। একই মন্তব্য করেন ওই কলেজের গর্ভনিং বডির সভাপতি ও রাজশাহী জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মো: শাহাদুল হক #
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.