এইমাত্র পাওয়া

বিস্ফোরক মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী গ্রে প্তা র

রংপুরঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় প্রশাসনের করা বিস্ফোরক মামলায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টায় রংপুর নগরীর দর্শনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তাজহাট থানায় নেওয়া হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম পারভেজ আপেল। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে মাস্টার রোলে নিয়োজিত কর্মচারী ছিলেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ফাঁড়ি ইনচার্জ মুসাদ্দেকুর হোসেন বলেন, পারভেজ আপেলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্যাদি আইনে গত ৭ মে তাজহাট থানায় ৭১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ৩৬ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ১৩ জন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৮০-১০০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় এর আগেও বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading